কমলগঞ্জে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন এমপি আব্দুস শহীদ

 



নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের ২০২১ সালের বাজেট অধিবেশনে যোগ দিয়ে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। তার নির্বাচনী এলাকা কমলগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন।

রোববার ( ৬ জুন ) সম্পূরক বাজেট আলোচনায় এ দাবি জাতীয় সংসদে উত্তাপন করেন তিনি।

উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ তার বক্তব্যে বলেন, কমলগঞ্জে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তিনশত একরের মতো পর্যাপ্ত জায়গা আছে। যেখানে বিশ্ববিদ্যালয়, আবাসিক হলসহ ক্যাম্পাস স্থাপন করা সম্ভব। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ তথা মৌলভীবাজার জেলাবাসীর প্রাণের দাবি সংসদে উত্থাপন করায় উনার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জের জনসাধারণ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপিকে অভিনন্দন জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post