মৌলভীবাজারে আরও ৪৬ জনের করোনা শনাক্ত, আক্রান্তের হার ৪১ শতাংশ

 



নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে প্রতিদিনই করোনা আক্রান্ত হচ্ছেন নতুন নতুন মানুষ।  সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১১২টি নমুনা পরীক্ষায় ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ শতাংশ। মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস থেকে সর্বশেষ এ তথ্য পাওয়া গেছে।

জেলায় এ পর্যন্ত মোট ২৯৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৩৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৫ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৩২ জন। 

সর্বশেষ আক্রান্ত ৪৬ জনের মধ্যে রাজনগরে ৪ জন, বড়লেখায় ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ীতে ৪ জন ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আরও ৩০ জন। তবে আক্রান্তের সংখ্যা শুন্য মৌলভীবাজার সদর উপজেলা, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায়। 

এদিকে স্বাস্থ্যবিধি না মানায় জেলায় গতকাল ১৭২ জন ব্যক্তিকে ১ লক্ষ ৬ হাজার ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। 

এদিকে দেশের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন রেকর্ড সংখ্যক মানুষ। ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যুতে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪০ জনের মৃত্যু হলো। 

এদিকে বাংলাদেশে সোমবারের (২৮ জুন) আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৬ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন রেকর্ড ৮ হাজার ৩৬৪ জন। শুধুমাত্র রাজধানীতেই এক দিনে শনাক্ত ৩,১৬৫ রোগী। এর আগে চলতি বছরের ৭ এপ্রিল সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৪৯ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৪৫ হাজার ৯৮ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৩ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার ২০৭ জনে। 

Post a Comment

Previous Post Next Post