স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুব খুশি : এলিটা

 



স্পোর্টস ডেস্ক: ব্যাপারটা ‘এলেন আর জয় করলেন’ এর মতো। জন্মস্থান নাইজেরিয়াকে পরিত্যাগ করে বাংলাদেশের নাগরিক হওয়া এলিটা কিংসলের স্বপ্ন ছিল লাল-সবুজের দেশের হয়ে ফুটবল মাঠে নামবেন। শনিবার সে স্বপ্ন পূরণ হয়েছে তার। রহমতগঞ্জের বিপক্ষে খেলা দিয়ে বাংলাদেশের ফুটবলে নবযাত্রা শুরু হলো এই ফরোয়ার্ডের।

পরিচয়টা কিংসলের নতুন হলেও বাংলাদেশের ফুটবলে তার নামটি অতি পরিচিত। অনেক দিন ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলে আসছেন বিভিন্ন ক্লাবের জার্সিতে। এবার বসুন্ধরা কিংসের জার্সিতে নামলেন বাংলাদেশের খেলোয়াড় হিসেবে। আর অভিষেক ম্যাচেই করলেন গোল। যে গোল করেই এই দেশের ফুটবলে নিজের নতুন পরিচিতি রাঙিয়েছেন এলিটা কিংসলে।

কিংসলের গোলেই ম্যাচে প্রথম এগিয়ে যায় কিংস। সমতায় ফিরেছিল রহমতগঞ্জ। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে ক্লাবে ফেরেন এলিটারা। স্বপ্নপূরণের ম্যাচে গোল এবং দলের জয়। সবদিক দিয়ে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকলো তার।

ম্যাচের পর উচ্ছ্বসিত কিংসলে অল্প কথায় সারলেন প্রতিক্রিয়া, ’আমার স্বপ্ন ছিল। এই দিনটির অপেক্ষায় ছিলাম। সে স্বপ্ন পূরণ হলো। প্রথম ম্যাচে গোলও পেলাম। আমি খুব খুশি।’

Post a Comment

Previous Post Next Post