নিউজ ডেস্কঃ আবারও সিলেট জেলার মধ্যে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল আহাদ।
এ নিয়ে কানাইঘাট ও গোয়াইনঘাট থানায় বিগত ৪ বছরে তার কর্মকালীন সময়ে ৮ম বারের মতো সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন আহাদ।
এছাড়াও বিভিন্ন অপরাধ প্রবনতা দূরীকরণে ভূমিকা পালনে সিলেট জেলার মধ্যে শ্রেষ্ট সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।
সোমবার (৭জুন) বেলা ২টায় সিলেট জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিতব্য মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালচনা সভায় এসব পুরস্কারে ভূষিত হন তারা।
সিলেট জেলা পুলিশের (মে-২০২১) মাসের মাসিক কল্যান ও অপরাধ সভায় সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এবং থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদের হাতে শ্রেষ্ঠ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আমি নামে থাকলেও এর পেছনে গোয়াইনঘাট উপজেলারবাসীর অনন্য অবদান রয়েছে।
সর্বস্থরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা আর আইনি সহায়তার কারণে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আমাকে শ্রেষ্ট নির্বাচিত করেছেন। এ জন্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমসহ সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষকে গোয়াইনঘাট তথা আমার ব্যাক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।