বিনোদন ডেস্কঃ জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউডে পা রাখেন চিত্রনায়ক সাইমন সাদিক। অভিষেকের ৮ বছর পর আবারও জাকির হোসেন রাজুর পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন সাইমন। শাপলা মিডিয়ার ব্যানারে ‘আর্তনাদ’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
চলতি বছর ফেব্রুয়ারিতে এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সাইমন। ফেসুবকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছিলেন তিনি। এবার জানা গেল নতুন খবর। ‘আর্তনাদ’ সিনেমায় সাইমনের বিপরীতে থাকছেন মাহিয়া মাহি। শিগগিরই সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
জানা গেছে, সিনেমার প্রায় অংশের চিত্রায়ণ হবে গ্রামীণ পরিবেশে। ‘আর্তনাদ’ প্রসঙ্গে জাকির হোসেন রাজু বলেন, দীর্ঘদিন পর আমরা একসঙ্গে কাজ করতে যাচ্ছি। অবশ্যই ভালো লাগে। এই আট বছরে ওরা দুজনই (সাইমন-মাহি) অনেক পরিণত হয়েছে। আশা করছি ‘আর্তনাদ’ দর্শককে মুগ্ধতা দেবে।
চিত্রনায়ক সাইমন সাদিক বলেন, ‘ভেতরে ভেতরে পুড়ে মরছিলাম কবে আমার ওস্তাদের (জাকির হোসেন রাজু) সঙ্গে আবার কাজের সুযোগ পাব। অবশেষে সেই আর্তনাদের অবসান হলো। আলহামদুলিল্লাহ। আমার ওপর আস্থা রাখার জন্য শাপলা মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা।’
সাইমন-মাহি প্রথমবার জুটিবদ্ধ হয়েছিলেন ‘পোড়ামন’ সিনেমায়। ব্যবসা সফল ওই সিনেমাটিও নির্মাণ করেছিলেন জাকির হোসেন রাজু। এরপর এ জুটি অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত ‘লাইভ’ ও ‘গ্যাংস্টার’ সিনেমাতেও জুটিবদ্ধ হয়েছেন তারা।