নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে চলন্ত অবস্থায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন থেকে লাফ দিয়ে রিনা পাল (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। রিনা পালের বাড়ি কুলাউড়া উপজেলার রামপাশা গ্রামে। ট্রেনটি চট্টগ্রামে থেকে সিলেটে আসছিল।
মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যা ৬টায় মাইজগাঁও রেলস্টেশনের পাশে এ আত্মহত্যার ঘটনা ঘটে। রিনার হাত থেকে পুলিশ সুইসাইড নোট উদ্ধার করেছে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে এসে থামে। সেখানে থেকে ছাড়ামাত্র চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রিনা পাল। পরে ডান পা কাটা পড়লে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাইজগাঁও রেলস্টেশনের সহকারী মাস্টার পার্থ তালুকদার জানান, চিরকুটের লেখা পড়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।