নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় নতুন করে আরও ৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১ জুন) তাদের পজিটিভ রিপোর্ট হাসপাতালে পৌঁছায় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
করোনাক্রান্ত ৪ জনের মধ্যে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকার সাদ আল আতাহার চৌধুরী, কাদিপুর ইউনিয়নের ছকাপন এলাকার বদরুল ইসলাম, রাউৎগাঁও ইউনিয়নের মহিশাজুরি এলাকার শুভ্রজিৎ পাল এবং জয়চন্ডী ইউনিয়নের পুশাইনগর এলাকার আব্দুল মতলিবসহ মোট ৪ জন।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ৪ জন গত রোববার (৩০ মে) কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল দেন। স্যাম্পল দেয়ার ২ দিন পর মঙ্গলবার ৪ জনেরই রিপোর্ট কুলাউড়া হাসপাতালে পজিটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ করোনাক্রান্তদের বাড়ি লকডাউন করে তাদের নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।