কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ার ব্রাহ্মণবাজারের কোনাগাঁও গ্রামের বাসিন্দা জমসেদ আলীর (৫০) বাড়ি থেকে শনিবার (২২ মে) প্রায় ১৫ হাজারেরও বেশি ভারতীয় নাসির বিড়ি জব্দ করেন থানা পুলিশ। কিন্তু বিড়ি উদ্ধারের সোমবার পর্যন্ত দুইদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় জমসেদ আলীকে গ্রেপ্তার ও মামলা দায়ের করা হয়নি। প্রথমে পুলিশের উপপরিদর্শক আরিফুল ইসলাম বিড়িগুলো পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারের কথা জানান। তবে প্রত্যক্ষদর্শীর গোপনে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় জমসেদ আলীর বাড়ি থেকে বিড়িগুলো উদ্ধার করছেন ওই পুলিশ কর্মকর্তা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, এ ঘটনার সাথে জড়িত জমসেদ আলীকে না জড়ানোর জন্য একটি পক্ষ পুলিশের ওই কর্মকর্তার সাথে দফারফার চেষ্টা করছেন। জমসেদ আলী ওই এলাকার মৃত সাজ্জাদ আলীর পুত্র।
সোমবার বিকেলে ওই পুলিশ কর্মকর্তা ও থানার অফিসার্স ইনচার্জের কাছে বিষয়টি জানতে চাইলে এখনো মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তাঁরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে ব্রাহ্মণবাজারের কোনাগাঁও গ্রামের বাসিন্দা জমসেদ আলীর বাড়িতে এসআই আরিফুল ইসলাম অভিযান চালিয়ে বড় এক কার্টন ও খোলা বস্তায় থাকা ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করেন। এ সময় জমসেদ আলী পালিয়ে যান। এরপর দুই দিন পার হয়ে গেলেও জমসেদ আলীকে আটক এবং বিড়ি উদ্ধারের ঘটনায় কোন মামলা দায়ের করেনি। অভিযানে উদ্ধারকৃত বিড়ির পরিমাণ প্রায় ১৫ হাজারেরও বেশি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীর গোপনে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, এসআই আরিফুল ইসলাম ও তাঁর সাথে থাকা এক পুলিশ সদস্য জমসেদ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করছেন। এ সময় তাঁর বাড়ি থেকে উদ্ধার করা একটি কার্টন ও বস্তায় থাকা ভারতীয় নাসির বিড়ি মোটরসাইকেলযোগে নিয়ে যাচ্ছেন।
সোমবার রাতে জমসেদ আলীর মোবাইলে একাধিকবার কল দিলে তিনি ফোন কল রিসিভ না করায় এ বিষয়ে তাঁর কোন মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মুন্তাকিম আলীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শুনেছি শনিবার জমসেদ আলীর বাড়ি থেকে বিড়ি উদ্ধার করেছে পুলিশ। ওই সময় আমি এলাকার বাহিরে ছিলাম।’
বিষয়টি জানতে উপপরিদর্শক আরিফুল ইসলামের মোবাইলে কল দিলে প্রথমে তিনি বলেন, ‘ভারতীয় নাসির বিড়ি জব্দ কিংবা উদ্ধারের কোন কিছু জানি না। পরে ভিডিওর ব্যাপারে বললে তখন তিনি বলেন, বিড়িগুলো শনিবার ওই এলাকার পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়েছে।’
সোমবার মোবাইলে আবারো যোগযোগ করা হলে আরিফুল ইসলাম বলেন, ‘জমসেদের পুরোনো ঘর থেকে উদ্ধার করা হয়েছে।’
মামলা বিলম্ব ও অভিযুক্ত আটকের বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এখনো কোন মামলা হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তকে আটকে অভিযান পরিচালনা করবো।’
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় মোবাইলে বলেন, ‘আমরা মামলা করবো। জড়িতকে আটকের জন্য অভিযান চালাবো।’