চুরি করা মোটরসাইকেল বিক্রির সময় গ্রেপ্তার ২



নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে চুরি করা মোটরসাইকেল বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টার দিকে ভার্থখলা স্টেশন রোডস্থ ভূইয়া ফিলিং স্টেশন পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ ভার্থখলার কয়েছ মিয়ার বাড়ীর আবুল মিয়ার ছেলে মো. সাগর আহমদ (২০) ও দক্ষিণ সুরমার কায়েস্তরাইলের মৃত আছকর খানের ছেলে ছয়ফুল খান (২৬)। তারা দুজনই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে একটি পুরাতন ১৫০ সিসি লাল-কালো রংয়ের নাম্বার প্লেট বিহীন পালসার মোটরসাইকেল (ইঞ্জিন নং- DHZCCF24534, চেসিস নং- MD2A11CZ2CCF14000) উদ্ধার করে পুলিশ।

তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম।

Post a Comment

Previous Post Next Post