স্টাফ রিপোর্টার: নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে এবং গোপনে দোকান খোলা রাখার অপরাধে দয়াল ভান্ডার স্টোরকে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে সাত দিনের জেল প্রদান করেছেন।
১৯ এপ্রিল সোমবার দয়াল ভান্ডার স্টোরকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের জেল প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এ আদেশ প্রদান করেন। পরবর্তীতে অর্থদণ্ড আদায় হওয়ায় আটককৃত দোকানকর্মীকে ছেড়ে দেয়া হয়। এ সময় মৌলভীবাজার শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, বেরীরপাড় এলাকায় দোকানপাট বন্ধ নিশ্চিতে জেলা প্রশাসন কর্তৃক কড়া নজরদারি রাখা হয় এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।