স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর যৌথ উদ্যেগে বার্ষিক বনভোজন ২০২১ সম্পন্ন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ মার্চ রাজনগর চা বাগানে নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দ ঘন পরিবেশে বনভোজন সম্পন্ন হয়। বনভোজনের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধুলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্ত ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাধারণ সম্পাদক বকশি মিছবাহুর রহমান এর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন, ইমজা সভাপতি এডভোকেট রাধা পদ দেব সজল সহ কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ।