কুলাউড়ায় আন্তঃউপজেলা দাবা প্রতিযোগিতার উদ্বোধন রোববার

 

নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃউপজেলা দাবা প্রতিযোগিতা-২০২১। কুলাউড়া উপজেলা দাবা সমিতির পরিচালনায় রোববার সকাল ১১টায় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্ভোধন করবেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুলাউড়া পৌরসভার মেয়র ও কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। প্রতিযোগিতায় অংশগ্রহনে ইচ্ছুক দাবাড়ুরা রোববার সকাল ১১টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপস্থিত থাকতে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


Post a Comment

Previous Post Next Post