নিউজ ডেস্কঃ মৌলভীবাজার শহরের কোর্ট রোড এলাকায় মেসার্স সাদিয়া লাইব্রেরি ও স্টেশনার্স এর সামন থেকে ১৫০ সিসি পালসার মোটর সাইকেল সহ এক পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মুঈম সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের পদুনাপুর গ্রামের মৃত আঃ কাদির এর পুত্র।
১৪ মার্চ রোববার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশের বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে ছিলেন জেলা গোয়েন্দা শাখার মাদকদ্রব্য উদ্ধার কাজে এসআই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই মোঃ রেজাউল করিম, এএসআই মোঃ আবুল কাশেম, ইমরান হোসেন, আবুল বাছেদ রাফি, শরিফুল ইসলাম, আতাউর রহমান।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।