বইমেলায় তাহসানের প্রথম বই ‘অনুভূতির অভিধান’



অনলাইন ডেস্কঃ তাহসান খান। গায়ক, গীতিকার, সুরকার, কি-বোর্ড ও গিটার বাদক, শিক্ষক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। এসব পরিচয় দিয়ে অনেক আগেই জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। এবার এক ভিন্ন পরিচয়ে সামনে এসেছেন এই তারকা। লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে তার। এবারের বই মেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘অনুভূতির অভিধান’।

বইটি প্রকাশ করেছে অধ্যয়ন প্রকাশনী। ২৫% ছাড়ে প্রি-অর্ডার করে পাওয়া যাচ্ছে শুধুমাত্র রকমারি ডটকমে।

প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বলেন, ‘অন্যরকম একটা অনুভূতি। নিজের লেখা প্রথম বই। আবেগটা দারুণ। ২০-২৫টি গল্প নিয়ে বইটি তৈরি করা। আশা করছি পাঠক পড়ে আরাম পাবেন।’

তিনি আরও বলেন, ‘মানুষের জীবনে বেড়ে উঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কিভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই-উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না। কারণ, স্কুল-কলেজে এটা শেখানো হয়না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার এই বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! তবে আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে।’

প্রসঙ্গত, গান আর কবিতা লেখার চর্চাটা অনেক পুরনো তাহসানের। তাই নিজেকে একজন লেখক হিসেবে আত্মপ্রকাশ করার প্রয়াস মস্তিষ্কের কোন এক প্রকোষ্ঠে সুপ্ত অবস্থায় ছিল তার।

Post a Comment

Previous Post Next Post