কুশিয়ারায় ধড়া পড়ল ২৫০ কেজির বাঘাইড়

 



নিউজ ডেস্কঃ সিলেটের কুশিয়ারা নদীতে ধরা পড়েছে আড়াইশ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে এক জেলের জালে এই মাছটি আটকা পড়ে।

সকাল থেকে মাছটি দেখতে নগরের কাজির বাজার মাছের আড়তে উৎসুক লোকজনের ভিড় বাড়তে থাকে। দেড় লাখ টাকা দামও উঠে।

বিকেলে হোসেন আহমদের আড়ত থেকে মাছটি কিনে নেন লাল বাজারের ব্যবসায়ী খাদিমপাড়া ইউনিয়নের বিল্লাল হোসেন।

বিল্লাল জানান, যথাযত মূল্য না পেলে বুধবার সকাল থেকে প্রতি কেজি ২ হাজার টাকা দরে বিক্রি করা হবে।

বিক্রেতা বিল্লাল মিয়া জানান, মাছটি বিক্রির উপর তিনি কমিশন পাবেন। অবশ্য আড়াই থেকে তিন লাখ টাকা পেলে বিক্রি করে দেওয়া হবে বলে জানান তিনি।

এই মাছ বিক্রি করতে মাইকিং করা হবে বলেও জানান বিল্লাল মিয়া।



Post a Comment

Previous Post Next Post