নিউজ ডেস্কঃ কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আমেরিকা প্রবাসী এম এ গনি বাংলাদেশ সময় শনিবার বিকেল ৪টায় আমেরিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য রোগে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ২ মেয়ে ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাংকী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদে মরহুমের দেশে-বিদেশের অসংখ্য ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, কুলাউড়া সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন উপাধ্যক্ষ এম এ গনি পরবর্তী সময়ে পদোন্নতি নিয়ে কলেজে অধ্যক্ষ পদে চাকুরী করে ২০০৫ সালে চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহনের পর তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে গমন করেন।
0 comments:
Post a Comment