কোনাবাড়িতে আগুনে পুড়ল দু’কলোনির ১৮ ঘর



নিউজ ডেস্কঃ গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ১৮টি ঘর। আজ বুধবার সকালে একটি কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল হামিদ জানান, গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় সকালে একটি কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

এসময় দুটো কলোনির ১৮টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায় ভস্ম হয়ে যায়। তবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post