আল জাজিরায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

 



বিশেষ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চৌমুহনা মুক্তিযোদ্ধা চত্বরে উপজেলার দেশ প্রেমিক নাগরিকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্দুল হান্নানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য এম এ মুজিব মাহবুব, পশ্চিমজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান শ্রীকান্ত দাস,জায়ফর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মইনুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post