মোংলায় কার্গো ডুবি, ১২ নাবিক উদ্ধার



অনলাইন ডেস্কঃ মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১২ নাবিককে। তবে এখনো পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজ। 

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, ‘মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর এ্যাংকোরেজ থাকা বিদেশী জাহাজ এম ভি জসকো থেকে শনিবার প্রায় ৭শ মেট্রিক টন কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম ভি বিবি-১১৪৮। একই দিন  রাতে জাহাজটি ওই বিদেশী জাহাজ থেকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে রাত ১১টার দিকে মোংলার পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় ওই জাহাজের মাস্টারসহ ১০ জন স্টাফ ও একজন নিরাপত্তাকর্মী সাতরিয়ে কুলে উঠে।’ 

এদিকে জাহাজটি উদ্ধার কাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 

তবে কার্গোটি পশুর মূল চ্যানেলের বাহিরে ডুবে যাওয়ায় নৌ চলাচল নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন। 

Post a Comment

Previous Post Next Post