'মুজিব আদর্শ যতদিন বহমান থাকবে বাঙ্গালির উন্নয়নের চাকাও ততদিন সচল থাকবে'



সিলেট প্রতিনিধি: মুক্তি সংগ্রামের চেতনার ধারক ও বাহক হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের ১৮৮ তম পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, মুক্তিযুদ্ধা সন্তান, তারুণ্যের অহংকার জনাব মাহফুজ চৌধুরী জয়। প্রধান আলোচকের বক্তব্যে তিনি বলেন, মুজিব আদর্শ যতদিন বহমান থাকবে বাঙ্গালির উন্নয়নের চাকাও ততদিন সচল থাকবে।

উক্ত পাঠচক্রে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইব্রাহিম আহমদ জেসি। পরিচালনা করেন সংগঠনের নির্বাহী সচিব সোহানুর আলী মিরাজ। পাঠচক্রের মূল পর্বে স্বাধীন বাংলা বেতার গ্রন্থ  থেকে পাঠ করেন মাহিনুর রহমান মাহিন।

পাঠ পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করেন, সাকিব ইবনে সানি, মহানগর ছাত্রলীগ নেতা ইব্রাহিম আলম শাওন, মোহাম্মদ আলী রাশেদ, ফাহিম আহমেদ, নিতিশ রঞ্জন দাশ অপু, বিশাল দে উৎস, মহানগর যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজুল, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের অন্যতম সদস্য মুবিন আহমদ।

এছাড়াও পাঠচক্রে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবলীগ নেতা ও ফাউন্ডেশনের অন্যতম সংগঠক শাহিদুর রহমান শাহেদ, মোঃ রফিকুল ইসলাম রাজু, মহানগর ছাত্রলীগ নেতা মামুন আহমদ, হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের অন্যতম সদস্য আবু বকর পারভেজ, আল আমিন আহমদ, ইশতিয়াক আহমদ, জাহাঙ্গীর খান, ফাহিম আহমদ, নয়ন রায়, নশু ভৌমিক, অশীম পাল, রফিকুল ইসলাম, মিনহাজ আলী, দিপ, ফজলে রাব্বি রাশেদ, নাজমুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post