গাড়ি চালাতে চালকদের নিয়ে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা



স্টাফ রিপোর্টার: ‘সাবধানে চালাবো গাড়ি নিরাপদে ফিরবো বাড়ি’-এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা। নিরাপদ গাড়ি চালাতে শতাধিক গাড়ী চালককে প্রশিক্ষণ দিয়েছে মৌলভীবাজার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সোমবার ১৮ জানুয়ারি সকাল ১০ টায় মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ নিয়েছেন শতাধিক গাড়িচালক।

বিআরটিএ’র সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপত্বিতে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোস্তফা কলেজের অধ্যক মোঃ মুশফিকুর রহমান, মেডিকেল অফিসার মোঃ ইকবাল আহমেদ, মোটর যান পরিদর্শক (বিআরটিএ) মোঃ হাফিজুল ইসলাম খান ও জেলা পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু সাঈদ।

সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমান গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, গাড়ির লাইসেন্স করার সময় অবশ্যই সকল কাগজ বুঝে নিবেন। কোনো ভাবেই দালাল কিংবা কোন প্রতারক চক্রের খপ্পরে পড়বেন না।


Post a Comment

Previous Post Next Post