করোনার উৎস খুঁজতে দ্রুত চীনে যাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

 



অনলাইন ডেস্কঃ গেল বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর ধীরে ধীরে বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এই ভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আর এমন পরিস্থিতিতে করোনার উৎস সম্পর্কে গবেষণা করতে যত তাড়াতাড়ি সম্ভব চীন সফর করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও।

সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা জানিয়েছেন। এক সংবাদ সম্মেলনে তেদরোস বলেছেন, ‘আমরা পরিকল্পনা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব কাজের নামার আশা করছি।’

এর আগে ডিসেম্বরের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘কোভিড-১৯ রোগ সৃষ্টিকারী করোনাভাইরাসের সম্ভাব্য উৎস বের করার সব চেষ্টা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।’ ভবিষ্যতে করোনার বিস্তার ঠেকাতে এর উৎস জানা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post