কমলগঞ্জে চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা

 


কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধকল্পে কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে ২নং পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।

২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবুর সভাপতিত্বে এবং শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনজির আহমেদ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা, সমাজসেবক-সাংবাদিক আব্দুল হান্নান চিনু সমাজসেবক অলি আহমদ খান, পতনঊষার ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি হাজী সুরুজ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম,  আব্দুর রহমান, এনামুল হক, ইউপি সদস্য হাজী আব্দুল খালিক কবির, শহীদনগর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, সমাজ সেবক মছব্বির আলী, সিরাজ খান, মাহিদুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post