মৌলভীবাজারে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন

 


স্টাফ রিপোর্টার: করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক সপ্তাহের শেষ দিনে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। জেলা পুলিশের আয়োজনে “চলছে মোদের মাস্ক শুমারী, আসুন সবাই মাস্ক পরি” এই স্লোগান নিয়ে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

এ উপলক্ষে আজ বুধবার বেলা পৌনে ১২টায় শহরের পশ্চিমবাজার মোড়ে “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারির” উদ্বোধন করা হয়।

পরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান এর নেতৃত্বে র‌্যালী বের হয়। র‌্যালীতে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিমল দে, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) বদিউজ্জামান সহ পুলিশ সদস্যরা।

উল্লেখ্য গত ২৬ নভেম্বর জেলার ৩০ স্থানে মঞ্চ করে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক সপ্তাহ শুরু হয়। আজ “মাস্ক পদযাত্রা এবং মাস্ক শুমারি” পালনের মধ্যেদিয়ে সমাপ্তি হচ্ছে। 


Post a Comment

Previous Post Next Post