নিউজ
ডেস্কঃ সিলেট-আখাউড়া রেলপথে ফের দুর্ঘটনার কবলে পড়েছে ট্রেন। এবার
হবিগঞ্জের শাহাজিবাজার এলাকায় তেলবাহি একটি ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে
পড়ে। রোববার (৬ ডিসেম্বর) দুপুরে ১২টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
বগি
লাইনচ্যুত হওয়ার ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে
পড়েছে। তখন আবার যোগাযোগ চালু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি
সংশ্লিস্টরা।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাষ্টার মুশফিক হোসেন জানিয়েছেন, লাইচ্যুত হয়ে পড়া বগিগুলো উদ্ধারকাজ শুরু হয়েছে।
ঘনঘন দুর্ঘটনার কারণে সিলেট-আখাউড়া রেলপথ হয়ে ওঠেছে যাত্রীদের আতঙ্কের নাম। ১৭৯ কিলোমিটারের এই রুটে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেন।
করোনা
সংক্রমণের কারণে চলতি বছরের ২৪ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রায় ৫ মাস
সিলেট-আখাাউড়া রুটে রেল চলাচল বন্ধ ছিলো। ১৬ আগস্ট থেকে সীমিত আকারে ট্রেন
চলাচল শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত এই রুটে অন্তত ৬ টি দুর্ঘটনা ঘটেছে।
এরআগে
গত ১১ নভেম্বর সিলেট ও মৌলভীবাজারের মধ্যবর্তী ভাটেরা নামক স্থানে মালবাহী
ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সাথে
সারাদেশের রেল যোগাযোগ।
এরআগে গত ৭ নভেম্বর মৌলভীবাজারের
শ্রীমঙ্গলের সাতগাও জংশনে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়।
লাইনচ্যুত বগি ফুটো হয়ে গড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসীর হুড়োহুড়ির চিত্র
দেশজুড়েই আলোচনার জন্ম দেয়। এ দুর্ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল
যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো।
