প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে কুলাউড়া বন্ধুসভার কুরআন শরীফ বিতরণ

 




স্টাফ রিপোর্টারঃ প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে প্রত্যেক বন্ধুসভাকে যার যার মত করে একটি করে ভালো কাজ করার জন্য, সেই লক্ষ্যেই কুলাউড়া বন্ধুসভা ভালো কাজ হিসেবে বেছে নিলো মসজিদে বাংলা তরজমা সহ কুরআন শরীফ বিতরণ করা।

শুক্রবার জুম্মার নামাজ শেষে জয়চন্ডি ইউনিয়নের কুটাগাও জামে মসজিদে প্রথম আলো বন্ধুসভা কুলাউড়ার সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমেদ এর সঞ্চালনায় এবং সভাপতি একে  এম জাবেরের সভাপতিত্বে সংগঠনের পক্ষথেকে ২৪ টি কুরআন শরীফ বিতরণ করা হয়।

জানা যায় প্রধানমন্ত্রীর প্রোটকল অফিস্যার(২) আবু জাফর রাজু এর অর্থায়নে এই কুরআন শরীফ গুলো মসজিদে প্রদান করা হয়।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংঘটনের উপদেষ্টা সাব্বির আহমেদ কোটাগাও জামে মসজিদের সভাপতি রোসেন আহমেদ, সাধারণ সম্পাদক ইউনিস আলী কোষাধ্যক্ষ কুতুব আলী এবং উপস্থিত ছিলেন কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক শামছু উদ্দীন বাবু, সোস্যাল কেয়ার অব নেশনে পরিচালনা পর্ষদের সদস্য খায়রুল কবির জাফর, সংগঠনের উপ-সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম বাবু। 




Post a Comment

Previous Post Next Post