স্পোর্টস
ডেস্ক: জয় দিয়েই নারী আইপিএল খ্যাত ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু
জাহানারা আলমদের ভেলোসিটির। উদ্বোধনী ম্যাচে বল হাতে ৪ ওভারে ২৭ রানে ২
উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলম। তার দলও
সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়েছে। আট মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে
মাঠে নামেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম। তবে এতটা সময়
ঘরেবন্দি থেকেও নিজের ধার এতটুকুও কমেনি জাহানারার।
সংযুক্ত আরব
আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে সুপারনোভাসকে
প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ভেলোসিটি। আগে ব্যাট করতে নেমে
জায়াগাঙ্গানির ৪৪ আর অধিনায়ক হারমনপ্রীত কৌরের ৩১ রানের ইনিংসে ভর করে ৮
উইকেটে ১২৬ রান করে সুপারনোভাস। ভেলোসিটির হয়ে দুই উইকেট শিকার করেন
জাহানারা আলম। তিন উইকেট নেন একতা বিসতে।
সহজ টার্গেট তাড়া করতে
নেমে ৫ উইকেট হারিয়ে এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভেলোসিটি। দলের জয়ে
সর্বোচ্চ ৩৭ রান করেন সুন লুস। এছাড়া ৩৪ রান করেন সুষমা ভার্মা। ব্যাটিংয়ে
নামার প্রয়োজন হয়নি জাহানারা আলমের।
