নতুন বিজ্ঞাপনে মৌসুমী

ছবি সংগৃহীত

 

বিনোদন ডেস্কঃ  করোনার মধ্যে শুটিংবিষয়ক কাজ অনেকটা সীমিত আকারেই করছেন প্রিয়দর্শিনীখ্যাত চিত্রনায়িকা মৌসুমী। স্বাস্থ্যবিধি-বিষয়ক নিরাপত্তা নিশ্চিত করে তবেই কিছু কাজ করছেন তিনি।

সে রকম একটি কাজ করেছেন সম্প্রতি। নতুন বিজ্ঞাপনের শুটিং করেছেন এ চিত্রনায়িকা। এটি একটি ইন্টারনেটভিত্তিক অ্যাপের বিজ্ঞাপন। গত সপ্তাহে রাজধানীর উত্তরায় একটি লোকশেনে শুটিং হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জামাল মল্লিক।

এতে মৌসুমীর সহশিল্পী ছিলেন আসিফ ইসলাম। এতে অভিনয় প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘করোনার মধ্যে কাজ করতে সত্যিই ভয় লাগে। কিন্তু কত আর বসে থাকা! তাই সীমিত আকারে কিছু করার চেষ্টা করছি।

যে ইউনিটে কাজ করেছি সেটি বেশ গোছানো ছিল। তাই কাজ করতে কোনো ঝামেলা হয়নি। তাছাড়া বিজ্ঞাপনটির গল্প ভাবনাও ভালো লেগেছে। প্রচারের পর দর্শকদের পছন্দ হবে বলে আমার বিশ্বাস।’ বিজ্ঞাপনটি শিগগিরই দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post