বিশেষ প্রতিনিধিঃ শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ভাড়াউড়া চা বাগান এলাকা থেকে ৩ ডাকাত গ্রেপ্তার করেছে।
শ্রীমঙ্গল
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর রাত অনুমান সাড়ে ৩ ঘটিকার
সময় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানাধীন ভাড়াউড়া চা বাগান (রামপাড়া)
এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র সহ ডাকাত সাগর মিয়া (২০),
পিতা-মোখলেছ মিয়া, সাং- বিরাইমপর, জুয়েল মিয়া (২২), পিতা-বাচ্চু মিয়া,
সাং-পূর্বাশা (বর্তমান সাং- খাসগাঁও), উভয় থানা- শ্রীমঙ্গল,
জেলা-মৌলভীবাজার, বাদল মিয়া (৪৫), পিতা-শাহজাহান মিয়া, সাং-বুড়িশ্বর,
থানা-নাসিরনগর, জেলা -ব্রাহ্মণবাড়িয়া, এ/পি
সাং-সিন্দুরখানরোড,থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার”দের গ্রেফতার করা হয়।
ডাকাতদের
ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ডাকাতির উদ্দেশ্য বিভিন্ন এলাকা হতে
উক্ত স্থানে এসে জরো হয় এবং পুলিশ ও স্থানীয় জনগনের উপস্থিতি টের পেয়ে
ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে
নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
