বড়লেখায় ৩ হাজার কৃষককে হাইব্রীড বোরো বীজ বিতরণ

 


নিউজ ডেস্কঃ বড়লেখা উপজেলা কৃষি অধিদপ্তর ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২৯ নভেম্বর রোববার বিকেলে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করেছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

ইউএনও মোঃ শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা কুষকলীগ আহবায়ক আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, এনাম উদ্দিন, সাহাব উদ্দিন, সিরাজ উদ্দিন, সাংবাদিক আব্দুর রব, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম হোসেন, কৃষক গৌছ উদ্দিন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post