টানা তিন জয়ে শেষ ষোলোর পথে বার্সা

 

 

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। গ্রুপ পর্বের তিন ম্যাচের সবকটিতেই জিতে জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ডায়নামো কিয়েভের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জিতেছে বার্সা। পেনাল্টি স্পট থেকে লিওনেল মেসি এবং আনসু ফাতির অ্যাসিস্ট থেকে জেরার্ড পিকে গোল করেন বার্সার হয়ে আর কিয়েভের পক্ষে একটি গোল পরিশোধ করেন ভিক্টর সিগাঙ্কভ।

ম্যাচের ৫ম মিনিটেই মেসির স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। চলতি আসরে এটি আর্জেন্টাইন ফরোয়ার্ডের তৃতীয় গোল, তিনটিই পেনাল্টি থেকে।

৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে। আনসু ফাতির ক্রসে নিখুঁত হেডে জাল খুঁজে নেন এই ডিফেন্ডার। ম্যাচের ৭৪তম মিনিটে বার্সার জাল ভেদ করেন ডায়নামো কিয়েভের টিসাইহানকভ। বাকি সময়টা আর কোন গোল ন হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মেসির বার্সা।

এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে ফেরেন্সভারোসকে হারানো জুভেন্টাস ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে। নিজেদের মধ্যে ড্র করা দিনামো ও ফেরেন্সেভারোসের পয়েন্ট এক করে।

Post a Comment

Previous Post Next Post