কুলাউড়া থানায় নতুন ওসি বিনয় ভূষন রায়

 


স্টাফ রিপোটার: কুলাউড়া থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন  বিনয় ভূষন রায় ।

বৃহস্পতিবার ৫ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহন করেন। এর আগে তিনি  মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার ওসি হিসেবে কর্মরত ছিলেন।

বিনয় ভুষন রায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তাকাকালিন সময় মাদকদ্রব্য বিরোধী সফল অভিযান পরিচালনা করার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জেলার শ্রেষ্ট অফিসার হিসাবে পুরস্কৃত করা হয়েছিল।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম-বার) চৌকস পুলিশ অফিসার হিসাবে দায়িত্বপালনের জন্য ওসি (ডিবি) বিনয় ভুষন রায় এর হাতে পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য হবিগঞ্জ জেলার লাখাই থানা নিবাসী ওসি (ডিবি) বিনয় ভূষন রায় ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করেন বিভিন্ন সময়ে কুলাউড়া,গোলাপগঞ্জ,ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।

Post a Comment

Previous Post Next Post