আবারও বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

 



নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে অমিদুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। অমিদুল উপজেলার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আজ রোববার ভোরে ভারত থেকে অবৈধ পথে গরু আনার সময় সীমান্তের ৮৯নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। 

গ্রামবাসী জানায়, কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী ভারত থেকে গরু আনার পথে বিএসএফের মুখোমুখি পড়ে। এ সময় তাদের গুলিতে মারা যায় অমিদুল। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষীরা। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, ‘বাংলাদেশিকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে মৃতদেহ ফেরত চেয়ে ৫৪ বিএসএফ কমানডেন্ট দেশরাজ সিংয়ের সাথে কথা হয়েছে। ’ 


Post a Comment

Previous Post Next Post