বিশেষ প্রতিনিধিঃ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের উদ্যোগে অদ্য ৯ অক্টোবর বিকাল ৫ টায় একটি সেবা কর্মসূচী সম্পন্ন হয়। ঘর নির্মানের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর জেলা ৪ এর গভর্নর এপেঃ সাহেদুর রহমান সাহেদ।
এছাড়াও
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ
মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ,অতিত সভাপতিবৃন্দ এপেঃ শহিদুল ইসলাম
তনয় , এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, এপেঃ শরিফ আহমেদ। ক্লাব প্রেসিডেন্ট
এপেঃ শফিউল আলম সৌরভ প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সাথে নিয়ে সেবা
কর্মসূচী সম্পন্ন করেন । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি
এন্ড ডিএন ই এপেঃ আব্দুল জলিল। এছাড়াও উক্ত সময়ে উপস্থিত ছিলেন জেলা ৪ এর
সেক্তেটারি এপেঃ নাজমুল হুদা, এপেক্স ক্লাব অব ফেঞ্চুগঞ্জ এর এপেঃ আব্দুল
কালাম, ক্লাবের সিঃ ভাইস প্রেসিডেন্ট এপেঃ সোহেল আহমদ, ট্রেজারার এপেঃ
পান্না চন্দ্র নাথ, সার্ভিস ডিরেক্টর এপেঃ জুবায়ের আহমেদ সুহেল, পাবলিক
স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ আলতাফ হুসেন সোমেল প্রমুখ।
