বড়লেখায় অবৈধ ভারতীয় মহিষ ও গরু উদ্ধার

 

 



বিশেষ প্রতিনিধিঃ বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৫টি অবৈধ ভারতীয় মহিষ ও ২টি গরু উদ্ধার করেছে। মঙ্গলবার বিকেলে বিজিবি আটক অবৈধ গবাদিপশুগুলো জুড়ী কাস্টমসে জমা দিয়েছে।

সীমান্ত এলাকাবাসী ও বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারথল সীমান্তকে চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে ভারতীয় গবাদিপশু পাচারের ট্রানযিট রোড হিসেবে ব্যবহার করছে।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধাই নামক এলাকা থেকে ৫টি ভারতীয় অবৈধ মহিষ ও ২টি গরু আটক করেছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। এসময় পাচারকারীরা পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (বিয়ানীবাজার) লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, মঙ্গলবার বিকেলে আটককৃত ভারতীয় অবৈধ গরু ও মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post