মৌলভীবাজারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু

 


স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত ৩দিন ব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

২১ অক্টোবর বুধবার দুপুরে মৌলভীবাজার সাইফুর এম রহমান অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম বার), মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী লুৎফুর বারী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ  এমদাদুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ এ.এস.এম আব্দুল ওয়াদুদ। বিজ্ঞান প্রযুক্তি মেলায় ৬টি হাই স্কুল, ৪ টি কলেজ ও ১টি বিশেষ গ্রুপ অংশ নেয়।

Post a Comment

Previous Post Next Post