বড়লেখায় গৃহহীন ২৬২ পরিবারের কাছে নতুন ঘরে চাবি হস্তান্তর

 



বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় গৃহহীন ২৬২ পরিবারের কাছে নির্মাণ হওয়া নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে পরিবারগুলোর হাতে চাবি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।


সরকারের চারটি প্রকল্পের মাধ্যমে দরিদ্র, অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঘরগুলো নির্মাণ করে দেওয়া হয়।

বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয় চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন ছাড়াও অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য সবার জীবনমান উন্নয়ন করা। দেশকে উন্নত করা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নই সরকারে একমাত্র লক্ষ্য। তাদের (পিছিয়ে পড়া মানুষদের) সর্বোচ্চগুরুত্ব দিয়েই কাজ করা হচ্ছে। গৃহহীনদের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। একমাত্র শেখ হাসিনার সরকার ছাড়া এটা সম্ভব ছিল না।’

Post a Comment

Previous Post Next Post