ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জুড়ীতে মোমবাতি প্রজ্বলন

 


 

 

জুড়ী প্রতিনিধি: ‘দ্রোহ-ক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধ’ এই স্লোগান নিয়ে সারাদেশে চলমান নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে জুড়ীতে মোমবাতি প্রজ্বলন ও মানববন্ধন করা হয়েছে।

সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও সচেতন মহলের ব্যানারে সোমবার রাত সাড়ে ৭টায় জুড়ী শহীদ মিনারে এ কর্মসূচী পালিত হয়।

এ সময় সংস্কৃতিকর্মী মৃদুল ঘোষের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, কোয়াব সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, মৌলভীবাজারের বিশিষ্ট ফুটবলার ঝন্টু দাস, জুড়ী ফুটবল একাডেমির সভাপতি সুলতান আহমদ রাজু।

এছাড়া সংস্কৃতিকর্মী অরুপ দাস, খোকন দে, মাজহার আলম সম্রাট, মনজিৎ কুমার বাপন, আকাশ বিশ্বাস, রনজিৎ বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post