কুলাউড়ায় চা শ্রমিকদের মাঝে চেক বিতরণ

 




বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ও সমাজসেবা অধিদফতরের বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়, কুলাউড়ার আয়োজনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় চা শ্রমিকদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকালে টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিকের সভাপতিত্ব ও কুলাউড়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ একে এম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথি  ছিলেন শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী,  উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম প্রমূখ।
উল্লেখ্য, জনপ্রতি ৫০০০ টাকা করে লংলা চা বাগান ৪৭০ জনকে ২৩,৫০,০০০ টাকা, চাতলাপুর বাগানে ৫৭০জনকে ২৮,৫০,০০ টাকা ও বরমচাল বাগানে ১৭০ জনকে ৮,৫০,০০০ টাকার চেক বিতরন করা হয়।

Post a Comment

Previous Post Next Post