বিশেষ
প্রতিনিধিঃ কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের ছবি যুক্ত
সদস্য পরিচয় পত্র প্রদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ১৫ ই
অক্টোবর, বৃহষ্পতিবার রাত ৬ ঘটিকায় মিলি প্লাজার অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে
৭ নং এর ওয়ার্ডের ব্যবসায়ী দের মধ্যে পরিচয় পত্র প্রদান করা হয়।
৭নং
ওয়ার্ড সম্পাদক শফিকুর রহমান জাহেদ এর সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক
সম্পাদক মোঃ নাজমুল বারী সোহেল পরিচালয় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
সমিতির সভাপতি বদরুজ্জামান সজল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব রাখেন
সমিতির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম,সিঃ সহ সভাপতি হাজী রফিক মিয়া
ফাতু, সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ,সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান,
দফতর সম্পাদক হারুঅর রশীদ ভুঁইয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল
হান্নান,সাবেক দফতর সম্পাদক ময়নুল হক বকুল, সদস্য রুহুল আমিন,এইচ ডি
রুবেল,হাফিজুর রহমান লিঠু, মার্কেটের ব্যবসায়ী পরিতুষ মালাকার শান্ত।
এসময়
উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের সাবেক সম্পাদক আবু তাহের মামুন, সাবেক দফতর
সম্পাদক নেছার আহমেদ, ব্যবসায়ী এজাজ মাহমুদ ফুল,আব্দুস শাকুর সহ মার্কেটের
সকল ব্যবসায়ী বৃন্দ।