কুলাউড়া-রবিরবাজার রাস্তা সংস্কার দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন

 


 

স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ার রবিরবাজারে রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসী ও ভোক্তভোগিদের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ পালন করেছে।

বুধবার দূপুরে ঘন্টাব্যাপী মানব বন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল গাফ্ফার কায়সুল। আহমেদ মোনায়েম মান্না সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান নবাব আলী বাখর খান হাসনাইন, আকদ্দছ আলী মাস্টার, নবাব আলী তাকি খান, সৈয়দ মোশারফ আলী, নবাব আলী সাজ্জাদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সৈয়দ আব্দুল মুনিম রুহেল, ডা.বানেশ্বর দে সহ অনেকে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রিক্সা সমিতির সদস্য, সিএনজি অটো রিক্সা সমিতির সদস্য, ব্যবসায়ী সহ সর্বস্থরের মানুষ।

বক্তারা বলেন, অভিলম্বে রাস্তা সংস্কার ও ড্রেনের সমস্যা সমাধান না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Post a Comment

Previous Post Next Post