নিউজ
ডেস্কঃ দিন যায় দিন আসে। ক্যালেন্ডারের পাতায় বদলে যায় তারিখ। কিন্তু বছর
ঘুরে এমন কিছু তারিখ আমাদের সামনে এসে হাজির হয় যা অনেকটা চমক দেওয়ার মত।
আজ তেমনই একটি তারিখ। আজ ১০ অক্টোবর। আরও ভালোভাবে বলতে গেলে ১০/১০। আরও
যদি সুন্দর করে বলি ১০/১০/২০২০। প্রতিটি সংখ্যার সঙ্গে ‘০’ রয়েছে। অনেকে
এটিকে খুবই আশ্চর্যজনক তারিখ হিসেবে দেখছেন। কারণ এমন তারিখ আর কখনও দেখবে
না বিশ্ব।
আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস।
