স্টাফ
রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকা থেকে ৬শত ২৫পিচ ইয়াবা ও
নারীসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার ১১ অক্টোবর রাত ৯টার দিক মাইজপাড়া রংগু মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা
হলেন মো: গোলাম সারোয়ার,(২৬) পিতা: আব্দুল মুহিত, নাইমা আক্তার লিপি(২২)
স্বামী : গোলাম সারোয়ার, মাহমুদুর রহমান ইয়াসিন(২৪) পিতা: আলিমুর রহমান ।
মৌলভীবাজার
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ জানান,
রাতে গোপন সংবাদের ভিতিত্তে মাইজপাড়া এলাকার রংগু মিয়ার বাড়িতে অভিযান
চালিয়ে ৬ শত ২৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয় । তারা রংগু মিয়ার বাড়িতে
ভাড়া থাকত বলে তিণি জানান।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
