মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদ্যাপন

 



 

বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজারে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দূপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের পৌর জনমিলন কেন্দ্রে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফজলুল আলী, সিভিল সার্জন ডাঃ  তউহীদ আহমদ  প্রমুখ।

মডেল থানার ওসি পরিমল চন্দ্র দে এর পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান।

চেয়ারম্যান হিসেবে শ্রেষ্ট পুরস্কার পেয়েছেন বানু লাল রায় ও শ্রেষ্ট পুলিশ হিসেবে পুরস্কার পেয়েছে শ্রীমঙ্গল থানার এসআই আলমঙ্গীর হোসেন।

অনুষ্ঠান শেষে সদর উপজেলার ৩টি ইউনিয়ন কাগাবালা, কনকপুর ও গিয়াসনগর ইউনিয়নের জন্য পুলিশিং মোবাইল সেবা দেয়ার জন্য একটি গাড়ি প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা পুলিশের কর্মকর্তা, চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণ্যমাণ্যব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

 

Post a Comment

Previous Post Next Post