দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে জেলা ছাত্রলীগের আলোক প্রজ্জলন

 





স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আলোক প্রজ্জলন করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
৭ অক্টোবর বুধবার রাতে শহরের চৌমোহনা চত্বরে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জলনের মাধ্যমে প্রতিবাদ জানায়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ-সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদ, তারেক হাসান, মাজহারুল ইসলাম রাব্বী, অমিত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক, পিকলু সাংগঠনিক সম্পাদক, সাকিবুল হাসান রাজিব, এবি রউপ সহ ছাত্রলীগের নেতা কর্মীরা। আলোক প্রজ্জ্বলন শেষে শহরে একটি মিছিল বের হয়।

ছাত্রলীগ নেতারা নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপিড়নের সাথে সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেপ্তার করে বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post