জুড়ী
প্রতিনিধি: মাদক বিরোধী ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জুড়ী থানা পুলিশের
উদ্যোগে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায়
উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ৬নং ওয়ার্ড
মনতৈল কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জায়ফরনগর
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলাদ চৌধুরী'র সভাপতিত্বে অনুষ্ঠিত
সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- জুড়ী থানার
অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন- জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক
শিক্ষক সমিতির সভাপতি মো. ইসহাক আলী, উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল
ইসলাম, গ্রামীণ ব্যাংকের এজিএম (অব.) মুজিবুর রহমান, ইউনিয়নের বিট
কর্মকর্তা এসআই ফরহাদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন- ওয়ার্ডের ইউপি সদস্য মো.
সিরাজুল ইসলাম।
উপস্থিত ছিলেন-সাবেক ইউপি সদস্য মজহর আলী,
মুক্তিযোদ্বা সৈয়দ নুরুজ্জামান ইরা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সৈয়দা রওশন
আরা বুলবুল, এলাকার মুরব্বী ইউনুছ মিয়া, চেরাগ আলী, ইউপি উদ্যোক্তা কবির
উদ্দিন, শামীম মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি সঞ্জয়
চক্রবর্তী বলেন, আমি আজকের এই সভায় মা বোনদের উপস্থিতি দেখে অনেক আনন্দিত।
কারণ এ ধরনের অনুষ্ঠানে গ্রামাঞ্চলে মা বোনেরা খুবই কম আসেন। তবে মা বোনদের
উপস্থিতি একান্ত অপরিহার্য। একটি সন্তান সারাদিন কি করে না করে মায়েরা
ভালো জানেন। পুরুষ বেশিরভাগ ঘরের বাহিরে থাকায় সন্তানের খোঁজ খবর মায়েরা
ভালো রাখতে পারেন। আপনাদের সন্তান মাদকাসক্ত যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে
হবে। আপনাদের আশে পাশে যে কোনো অপরাধমূলক কর্মকান্ডের খবর পেলে এ দেশের
একজন নাগরিক হিসেবে পুলিশকে অবগত করবেন। জুড়ী থানার পুলিশ আপনাদের পাশে আছে
সবসময়।
