অনলাইন
ডেস্কঃ নারীর সাজগোজের অন্যতম অনুষঙ্গ হচ্ছে গয়না। যেকোনো পোশাকের
সঙ্গে নারীদের চাই মানানসই গয়না। তবে পছন্দের গয়নাটি দীর্ঘদিন ব্যবহারের
জন্য এবং এর সৌন্দর্য ধরে রাখতে নিতে হবে সঠিক যত্ন।
গয়নার যত্ন
সম্পর্কে অনেকেরই তেমন একটা ধারণা নেই। একেক ধরনের গয়নার যত্ন একেক রকম।
যদি সঠিকভাবে গয়নার যত্ন নেয়া যায়, তবে পুরোনো গয়নাতেও ফিরিয়ে আনা যায় চমক।
গয়নার দীর্ঘকালীন চাকচিক্য ধরে রাখার কয়েকটি টিপস-
১. গয়নার ওপরে সরাসরি পারফিউম স্প্রে করবেন না।
২.
রূপার গয়না সুন্দর রাখতে প্রথমে গয়নাটি ভালোভাবে মুছে তার উপর ট্যালকম
পাউডার লাগান। এরপর শুকনো সুতি কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। সঠিকভাবে
যত্ন নিলে আপনার রূপার গয়নাও ভালো থাকবে দীর্ঘদিন।
৩. মুক্তার গয়না
ব্যবহার শেষে নরম, ভেজা কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। তবে খুব বেশি ময়লা হলে
পানিতে সামান্য সাবান মিশিয়ে নিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।
মুক্তার গয়না সবসময় মখমলের কাপড়ে মুড়িয়ে রাখবেন। গরমের সময় মুক্তার গয়না না
পরাই ভালো, কারণ ঘাম লাগলে মুক্তার দ্যুতি নষ্ট হয়ে যেতে পারে।
৪. কুন্দন বা হীরের গয়না নরম তুলা লাগানো প্লাস্টিকের বাক্সে রাখবেন, যাতে তা ভাঙার কোনো সম্ভাবনা না থাকে।
৫. পান্না খুবই নরম ও ঠুনকো পাথর, পান্নার গয়না সবসময় বসে পরিধান করবেন, যেনো হাত থেকে পড়লেও তা ভেঙে না যায়।
৬.
সব গয়না এক সাথে রাখবেন না, তা আলাদা বাক্সে রাখুন বা একই বাক্সের বিভিন্ন
প্রকোষ্ঠে রাখুন। কারণ একই বাক্সে রাখলে তা জড়িয়ে গিয়ে ছিঁড়ে যেতে পারে বা
ঘষা লেগে চমক নষ্ট হয়ে যেতে পারে।
৭. হীরের গয়না ছাড়া আর কোনো গয়নায় পানি বা সাবান লাগাবেন না। সূত্র: এনডিটিভি বাংলা
