মৌলভীবাজারে ছাত্র মজলিসের নতুন কমিটি গঠন

 


 
 
 
বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার শহর ও জেলা ছাত্র মজলিসের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের শহর সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আহমদ খান ও সেক্রেটারি মনোনীত হয়েছেন শিহাব উদ্দিন। মৌলভীবাজার জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন মুজাহিদুল ইসলাম মামুন এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন সৈয়দ মাহবুব আহমদ।

সংগঠনের জেলা সভাপতি হাসান আহমাদ খান’র সভাপতিত্বে ও শহর সভাপতি সাদিকুর রহমান এর সঞ্চালনায় মৌলভীবাজার শহর ও জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ শুক্রবার বিকেলে সংগঠনের শহর ও জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে নির্বাচন কমিশনার হিসেবে শাখা পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর।

সমাপনী অধিবেশনে নব-নির্বাচিত শহর সভাপতি হাসান আহমাদ খান এর সভাপতিত্বে ও নব-মনোনীত জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহিবুল ইসলাম, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, সহ-সভাপতি হাফিজ মাওলানা জয়নাল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা হারুনুর রশীদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতিদের মধ্য থেকে উপস্থিত ছিলেন মাওলানা শামসুল ইসলাম তরফদার, এম এম আতিকুর রহমান, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মুহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post