নারায়ণগঞ্জে সাংবাদিক ইলিয়াসকে কুপিয়ে হত্যা

 



অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ইলিয়াস নামে স্থানীয় এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১১ অক্টোবর) রাত ৮টায় বন্দর উপজেলার সাবদি এলাকায় এ ঘটনা ঘটে।

ইলিয়াস হোসেন (৪৫) বন্দরের জিওধারা এলাকার মজিবর মিয়ার ছেলে। সে দৈনিক বিজয় পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করতো।

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু জানান, ইলিয়াস তাদের পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করতো।

বন্দর থানার এস আই তাওহীদ জানান, রাতে বন্দরের আদমপুর এলাকাতে কে বা কারা ইলিয়াসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Post a Comment

Previous Post Next Post