বড়লেখায় বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্প

 



বিশেষ প্রতিনিধিঃ বড়লেখা উপজেলায় কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় করা হয়েছে। দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০ অক্টোবর শনিবার  দিনভর ৩ শতাধিক মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক  উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মকবুল আলী, সিরাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল মানিক, নাজিম উদ্দিন, কাঠালতলী ইসলামী ব্যাংকের পরিচালক জুবায়ের আহমদ শিমুল, আখতার হোসেন, জাকির হোসেন রাসেল, পরিষদের সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী ইমন, সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন লিটন, আতিকুর রহমান, কাওসার আহমেদ রনি, রাজু আহমদ রাজা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ, সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, প্রচার সম্পাদক জাবের আহমদ, সহপ্রচার সম্পাদক কামরান আহমদ, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রুম্মান, রেজাউল হক রাসেল, এমদাদুল হক সানি, সম্পাদক সমছ উদ্দিন প্রমুখ। 

Post a Comment

Previous Post Next Post